যে ফুলে অটল বিহারী বলতে লাগে ভয়
যে ফুলে অটল বিহারী
বলতে লাগে ভয়।।
ফুলে মধু প্রফুল্লতা,
ফলে তার অমৃত সুধা।
এমন ফুল দুনিয়ায় পয়দা
জানিলে দুর্গতি যায়।।
চিরদিন সেই যে ফুল,
দিন দুনিয়ার মকবুল।
যাতে পয়দা দিনের রাসুল,
সে ফুলতো সামান্য নয়।।
জন্মপথে ফুলের ধ্বজা
ফুল ছাড়া নয় গুরু পূজা।
সিরাজ সাঁই কয় এ ভেধ বুঝা
লালন ভেড়োর কার্য নয়।।
শিল্পীঃ টুনটুন শাহ ফকির (Tuntun Shah Fakir):