দিন থাকিতে দিনের সাধন কেন করলে না
সময় গেলে সাধন হবে না
দিন থাকিতে দিনের সাধন কেন করলে না।।
জান না মন খালে বিলে
মীন থাকে না জল শুকালে
কি হয় তাঁর বাঁধাল দিলে
শুকনা মোহনা।।
অসময়ে কৃষি করে
মিছামিছি খেঁটে মরে
গাছ যদি হয় বীজের জোরে
ফল ধরে না।।
অমাবস্যায় পূর্ণিমা হয়
মহাযোগে সেদিনে উদয়
লালন বলে তাহার সময়
দন্ড রয় না।।
শিল্পীঃ ফরিদা পারভীন (Farida Parveen) :