Who had dressed you like this?
কে তোমারে এ বেশ ভূষণ পরাইলো বলো শুনি
জিন্দা দেহে মুরদার বসন
খিলকা তাজ আর ডোর কোপিনী।।
জিন্দা মরার পোশাক পরা
আপন ছুরাতে আপনি সারা
ভব লোককে ধ্বংস করা
দেখি অসম্ভব করনী।।
মরণের আগে যে মরে
সমনে ছোঁবে না তাঁরে
শুনেছি সাধুর দ্বারে
তাই বুঝি করেছ ধনী।।
সেজেছ সাজ ভালই তরো
মরে যদি বাঁচতে পারো
লালন বলে যদি ফেরো
দুকূল হবে অপমানি।।
শিল্পীঃ মামুন নদীয়া (Mamun Nodia) :