বাংলা তথ্য ভান্ডার সমৃদ্ধ করতে আমাদের এই প্রয়াস। ইতিহাস এবং ঐতিহ্যর তথ্য দিতে চাইলে ইমেইল kushtia.contact@gmail.com অথবা ফোন করুনঃ- ০১৯৭৮ ৩৩ ৪২ ৩৩

Select your language

শাহনাজ বেলী

শাহনাজ বেলী

ফোক গানের পরিচিত শিল্পী শাহনাজ বেলী (Shahnaz Beli)। কুষ্টিয়ার এ শিল্পীর শুরুটা হয়েছে বাবার সাথে লালনের গান করার মধ্য দিয়ে। ১৯৮৯ এ প্রথম ঢাকায় অনুষ্ঠান করতে আসা তাঁর। সেখান থেকে আনসার বাহিনীর অর্কেস্ট্রায় গান শেখার সুযোগ পান তিনি।

৯০ এর দশকে ঢাকায় এসে মঞ্চে গেয়ে গেয়ে প্রাথমিক পরিচিতি তৈরি হয় শাহনাজ বেলীর। তাঁর প্রথম অ্যালবাম 'একবার পাইলে' প্রকাশিত হয় ২০০৫ সালে। এর পর থেকে এখন পর্যন্ত একক, ডুয়েট, মিশ্র মিলে ১০০র বেশি অ্যালবামে গান গেয়েছেন তিনি।

এছাড়াও কণ্ঠ দিয়েছেন চলচ্চিত্র, নাটক ও বিজ্ঞাপনে। গানের জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে শাহনাজ বেলীর। অনেক প্রতিবন্ধকতা পেরিয়ে তিনি শিল্পী হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন। সংগীত জীবনের নানান দিক নিয়ে বিবিসির সাথে গান-গল্পে কথা বলছেন শিল্পী শাহনাজ বেলী।

  • পার হবি চুলের সাঁকো কেমন করে

    একদিনও পাড়ের ভাবনা ভাবলিনা রে

    পার হবি চুলের সাঁকো কেমন করে?
    একদিনও পাড়ের ভাবনা ভাবলিনা রে।।

  • বাউল

    বাউল (Baul) একটি বিশেষ লোকাচার ও ধর্মমত। এই মতের সৃষ্টি হয়েছে বাংলার মাটিতে। বাউলকূল শিরোমণি লালন সাঁইয়ের গানের মধ্য দিয়ে বাউল মত পরিচতি লাভ করে। বাউল গান যেমন জীবন দর্শনে সম্পৃক্ত তেমনি সুর সমৃদ্ধ। বাউলদের সাদামাটা কৃচ্ছসাধনার জীবন আর একতারা বাজিয়ে গান গেয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়ানোই তাদের অভ্যাস। ২০০৫ সালে ইউনেস্কো বিশ্বের মৌখিক এবং দৃশ্যমান ঐতিহ্যসমূহের মাঝে বাউল গানকে অন্যতম শ্রেষ্ঠ সম্পদ হিসেবে ঘোষনা করে।

  • যাও হে শ্যাম রাই কুঞ্জে

    এলে ভাল হবে না ও শ্যাম

    এলে ভাল হবে না ও শ্যাম
    যাও হে শ্যাম রাই কুঞ্জে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন