করিম শাহ্
অনেকটাই নিভৃতচারী ফকির আব্দুল করিম শাহের বয়স সাতাশি বছর, কুষ্টিয়ার মিরপুর থানার অঞ্জনগাছী গ্রামে জন্ম নেয়া এই সাধক এক হাতে একতারা এবং কোমরে ডুগি বাজিয়ে হেঁটে হেঁটে গান করতেন। ছেলেবেলায় বাবা ঝুমুর আলী জোয়াদ্দারের সাথে পালাগান করতেন।
-
মধুর দেল দরিয়ায় ডুবিয়া কর ফকিরি
কর ফকিরি চাড় ফকিরী, হবে আখেরী
মধুর দেল দরিয়ায় ডুবিয়া কর ফকিরি।
কর ফকিরি চাড় ফকিরী, হবে আখেরী।। -
গুণে পড়ে সারলি দফা - গোলেমালে
করলি রফা গোলেমালে
গুণে পড়ে সারলি দফা
করলি রফা গোলেমালে
খুঁজলে নে মন কোথা সে ধন
ভাজলি বেগুন পরের তেলে।। -
এলাহি আলমিন গো আল্লাহ বাদশাহ আলমপনা তুমি
তুমি ডুবায়ে ভাসাতে পারো ভাসায়ে কিনার দাও কারো
এলাহি আলামিন গো আল্লাহ
বাদশা আলমপানা তুমি।। -
আহাদে আহাম্মদ এসে নবি নাম তাই জানালে
নবি যে তনে করিলেন সৃষ্টি সে তন কোথায় রাখিলে
আহাদে আহাম্মদ এসে নবি নাম তাই জানালে ।
নবি যে তনে করিলেন সৃষ্টি সে তন কোথায় রাখিলে।। -
আজব আয়না-মহল মণি গভীরে
আজব আয়না-মহল মণি গভীরে
আজব আয়না-মহল মণি গভীরে।
সেথা সতত বিরাজে সাঁই মেরে।।