বাংলা তথ্য ভান্ডার সমৃদ্ধ করতে আমাদের এই প্রয়াস। ইতিহাস এবং ঐতিহ্যর তথ্য দিতে চাইলে ইমেইল kushtia.contact@gmail.com অথবা ফোন করুনঃ- ০১৯৭৮ ৩৩ ৪২ ৩৩

Select your language

জালাল উদ্দিন খাঁ

জালাল উদ্দিন খাঁ

আত্মতত্ত্ব, পরমতত্ত্ব, নিগূঢ়তত্ত্ব, লোকতত্ত্ব, দেশতত্ত্ব ও বিরহতত্ত্বের নামাঙ্কিতের মাঝে জালাল উদ্দিন প্রায় সহস্রাধিক গান রচনা করেছিলেন। প্রখ্যাত এই লোক কবি মালজোড়া গানের আসরেও ছিলেন অনন্য। জালাল উদ্দীন খাঁ অনেক গান রচনা করেছিলেন। তার জীবদ্দশায় চার খণ্ডের ‘জালাল-গীতিকা’ গ্রন্থে ৬৩০টি গান প্রকাশিত হয়েছিল। তার মৃত্যুর পর প্রকাশিত হয় ‘জালাল-গীতিকা’ পঞ্চম খণ্ড। সেই খণ্ডে গানের সংখ্যা ৭২টি। এই মোট ৭০২টি গান নিয়ে ২০০৫ সালের মার্চে প্রকাশিত হয়েছে ‘জালাল গীতিকা সমগ্র।’ জালাল তার গানগুলোকে বিভিন্ন ‘তত্ত্ব’তে বিন্যস্ত করে প্রকাশ করেন। সেই তত্ত্বগুলোর নামগুলো হলো- আত্মতত্ত্ব, পরমতত্ত্ব, নিগূঢ় তত্ত্ব, লোকতত্ত্ব, দেশতত্ত্ব, বিরহতত্ত্ব।

‘জালালগীতিকা’র অধিকাংশ গানই এরকম তত্ত্বনামাঙ্কিত হলেও অনেক গানকে জালাল খাঁ তত্ত্বের অন্তর্ভুক্ত করেননি। যেমন- ‘জালাল গীতিকা’ প্রথম খণ্ডে সংকলিত ২০২টি গানের মধ্যে ২০টি গান ‘ভাটিয়ালি’ নামাঙ্কিত। দ্বিতীয় খণ্ডের ২২৮টি গানের ৬০টিই ‘ভাটিয়ালি’। তৃতীয় খণ্ডের ৭৮টি গানের সাতটি ‘তত্ত্ব’ বিষয়ে, আর ১৪টি ‘মুর্শিদি’ ও ১১টি ‘মারফতি’ নামাঙ্কিত গান। ‘জালাল গীতিকা’র চতুর্থ খণ্ডে কোনো তত্ত্ব নির্দেশ ছাড়াই বাউল সুর, ঝাপতাল, চৌপদী, প্রসাদ সুর, মুকুন্দ সুর, খেমটা নামে মোট ১০১টি গান সংকলিত হয়েছিল। তার মৃত্যুর পর উত্তরসূরিদের হতে ‘জালাল গীতিকা’র যে পঞ্চম খণ্ড প্রকাশিত হয় তাতে গীতিগুলোর কোনোরূপ শ্রেণীবিন্যাস বা নামাঙ্কন করা হয়নি। নব এই প্রকাশনায় জালালের জীবৎকালে অপ্রকাশিত বিভিন্ন ধরনের ৭২টি গীতি সংকলন করা হয়। তাছাড়া " বিশ্ব রহস্য " নামে একটি প্রবন্ধ গ্রন্হ প্রকাশ করেন। ১৯৭২ সনে ৩১ জুলাই বাংলা ১৬ই শ্রাবণ, ১৩৭৯ দুই পুত্র তিন কন্যা, এবং স্ত্রী শামছুন্নাহার বেগমকে রেখে দেহত্যাগ করেন। নিজ গ্রামের বাড়ীর আঙ্গিনায় তার মাজার অবস্থিত। প্রয়াত মরমী বাউল সাধক জালাল উদ্দিন খাঁ স্মরণে প্রতি বছর দু’দিন ব্যাপী পালিত হয় জালাল মেলা।

  • রসিক আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে

    সোনার ময়না ঘরে থুইয়া বাইরে তালা লাগাইছে

    রসিক আমার মন বান্ধিয়া পিন্জর বানাইছে
    সোনার ময়না ঘরে থুইয়া বাইরে তালা লাগাইছে।।

  • জম্মে যে জন পাপ করে না

    পাপীর আছে তোমার কাছে দয়া পাইতে অধিকার

    জম্মে যে জন পাপ করে না
    ভাগি নয় সে করুনার
    পাপীর আছে তোমার কাছে দয়া পাইতে অধিকার।।
  • ভাব তরঙ্গে

    মওলার ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে

    মওলার ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে
    যদি কারো ভাল লাগে রে।।
  • আঁধারে ঘিরিলো কোথা যাই বলো

    কে দেবে আমারে পথ দেখাইয়ারে

    আঁধারে ঘিরিলো কোথা যাই বলো
    কে দেবে আমারে পথ দেখাইয়ারে
    আঁধারে ঘিরিলো।।
  • কত আশা ছিল

    আগে না জানিয়া পিছে না ভাবিয়া

    আগে না জানিয়া পিছে না ভাবিয়া।।

    জীবনও ভরিয়া কাঁদিতে হইলো
  • পিরিতি জান্নাতি ফল ধরলনা মোর বাগানে

    আমি কি সুখে জীবন খাটাবো, যাবো বলো কোনখানে

    আমি কি সুখে জীবন কাটাবো
    যাবো বলো কোনখানে?
    পিরিতি জান্নাতের ফল
    ধরলো না মোর বাগানে।।
  • এ বিশ্ব বাগানে সাঁই নিরাঞ্জনে

    মানুষ দিয়া ফুটাইল ফুল

    এ বিশ্ব বাগানে সাঁই নিরাঞ্জনে
    মানুষ দিয়া ফুটাইল ফুল।

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন