ভবতরঙ্গে এসে কিনারায় লাগাও তরী
কোথায় হে দয়াল কান্ডারী
ভবতরঙ্গে এসে কিনারায় লাগাও তরী।।
পাপী যদি না তরাবে
পতিত পাবন নাম কে লবে
জীবের দ্বারায় এহি ভবে
নামের ভ্রম যাবে তোমারী।।
যতই করি অপরাধ
তথাপি হে তুমি নাথ,
মারিলে মরি
নিতান্ত বাঁচাও বাঁচিতে পারি।।
সকলকে নিলে পারে
আমাকে চাইলে না ফিরে
লালন কয় এ সংসারে
তোর কি আমি এতই ভারী।।
শিল্পীঃ- টুটুল ভেঁড়ো