রসিক সুজন ভাইরে দুইজন
রসিক সুজন ভাইরে দুইজন
বসে আছো কার আশে
তোদের বাড়ি অতীত এল
দুই ছেলে আর এক মেয়ে।।
ভবের পর এক সতী ছিল
বিপাকে সে মারা গেল
মরার পরে গর্ভ হল
এই ছিল তাঁর কপালে।।
মরা যখন কবরে নেয়
তিনটি সন্তান তাঁর তখন হয়
তিনজনা তিন দেশে গেল
মরা লাশ ফেলে থুয়ে।।
মরার যখন মাংস পচে
তিনজনাতে বসে হাসে
অন্য লোকে ঘৃণা করে
লালন তুলে নেয় কোলে।।
শিল্পীঃ সফি মণ্ডল (Shofi Mondol):