আপনি আল্লাহ ডাকো আল্লাহ বলে
আল্লাহ্ কে বোঝে তোমার অপার লীলে।
আপনি আল্লাহ্ ডাকো আল্লাহ্ বলে।।নিরাকারে তুমি নূরী ছিলে ডিম্ব অবতারী।
সাকারে সৃজন করলে ত্রিভুবন
আকারে চমৎকার ভাব দেখালে।।নিরাকার নিগম ধ্বনি
সেও তো সত্য সবাই জানি।
তুমি আগমের ফুল নিগমে রসুল
আদমের ধড়ে জান হইলে।।আত্মতত্ত্ব জানে যারা
সাঁইর নিগূঢ় লীলা দেখছে তারা।
তুমি নীরে নিরঞ্জন অকৈতব ধন।
লালন খুঁজে বেড়ায় বনজঙ্গলে।।
শিল্পীঃ ফরিদা পারভীন (Farida Parveen)