দয়া কর মোরে গো
- বিস্তারিত
- ক্যাটfগরি: পাঞ্জু সঙ্গীত
বেলা ডুবে এলো
গুরু, দয়া কর মোরে গো
বেলা ডুবে এলো।
তোমার চরন পাবার আশে, রইলাম বসে
সময় বয়ে গেল।।বিস্তারিত পড়ুন... মন্তব্য লিখুন
খোদার কাছে প্রার্থনা
- বিস্তারিত
- ক্যাটfগরি: পাঞ্জু সঙ্গীত
আহারে জগতপতি, তোমা বিনা নাহি গতি
আহারে জগতপতি, তোমা বিনা নাহি গতি
ভিক্ষা মাঙ্গে এই দুরাচার।
তাল ছিপকা
- বিস্তারিত
- ক্যাটfগরি: পাঞ্জু সঙ্গীত
চলরে মন সাধু বাজারে
চলরে মন সাধু বাজারে
সাধু সঙ্গ করলে পাব অমূল্য বন্ধুরে।।
আশকতত্ত্ব
- বিস্তারিত
- ক্যাটfগরি: পাঞ্জু সঙ্গীত
আশক মাশুক কথা বলি এইখানে
আশক মাশুক কথা বলি এইখানে।
আশক বুঝিয়া কর পাবে নিরাঞ্জনে।।
নাথ
- বিস্তারিত
- ক্যাটfগরি: পাঞ্জু সঙ্গীত
প্রথমে পড়িনু আমি তকবির আল্লার
প্রথমে পড়িনু আমি তকবির আল্লার।
দরুদ পড়িব নবী রাছুল আল্লার।।
হামদ
- বিস্তারিত
- ক্যাটfগরি: পাঞ্জু সঙ্গীত
করিম রহিম সাঁই আপে পরয়ার
করিম রহিম সাঁই আপে পরয়ার।
দয়াবান নাই কেহ তোমার উপর।।