দ্বার খুলে দাও দয়াল আমি তোমার দয়ার ভিখারী
- বিস্তারিত
- ক্যাটfগরি: বাউল সঙ্গীত
তুমি তাড়াইয়া দিওনা দয়াল কাতরে বিনয় করি
দ্বার খুলে দাও দয়াল
আমি তোমার দয়ার ভিখারীবিস্তারিত পড়ুন... মন্তব্য লিখুন
তোমরা আমায় কী বুঝাইবা আমি পুইড়া হইছি কয়লা
- বিস্তারিত
- ক্যাটfগরি: বাউল সঙ্গীত
ও আমি বুঝি গো বন্ধুয়ার পিরিতে কত জ্বালা
তোমরা আমায় কী বুঝাইবা আমি পুইড়া হইছি কয়লা
তোমরা আমার কী বুঝাইবা আমার অন্তর পুইড়া কয়লা
ও আমি জানি গো বন্ধুয়ার পিরিতে কত জ্বালা
ও আমি বুঝি গো বন্ধুয়ার পিরিতে কত জ্বালা।।
ওগো এলাহি তোমার মতো দরদী নাই
- বিস্তারিত
- ক্যাটfগরি: বাউল সঙ্গীত
নাম স্মরণে ঘোর নিদানে চরণ ভিক্ষা চাই
ওগো এলাহি তোমার মতো দরদী নাই
নাম স্মরণে ঘোর নিদানে চরণ ভিক্ষা চাই।।
বন্ধু যদি হইতো নদীর জল
- বিস্তারিত
- ক্যাটfগরি: বাউল সঙ্গীত
পিপাসাতে পান করিয়া পুড়া প্রাণ করতাম শীতল
বন্ধু যদি হইতো নদীর জল
আমার, বন্ধু যদি হইতো নদীর জল
পিপাসাতে পান করিয়া
পুড়া প্রাণ করতাম শীতল।।
আমার পাগলা ঘোড়া রে
- বিস্তারিত
- ক্যাটfগরি: বাউল সঙ্গীত
কই মানুষ কই লইয়া যাও
আমার পাগলা ঘোড়া রে
কই মানুষ কই লইয়া যাও।।
রসিক আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে
- বিস্তারিত
- ক্যাটfগরি: বাউল সঙ্গীত
সোনার ময়না ঘরে থুইয়া বাইরে তালা লাগাইছে
রসিক আমার মন বান্ধিয়া পিন্জর বানাইছে
সোনার ময়না ঘরে থুইয়া বাইরে তালা লাগাইছে।।
বাজার মেলায়ে তুমি বসে দোকানদার
- বিস্তারিত
- ক্যাটfগরি: বাউল সঙ্গীত
তুমি দোকান তুমি দ্রব্য তুমি খরিদ্দার
বাজার মেলায়ে তুমি বসে দোকানদার
তুমি দোকান তুমি দ্রব্য তুমি খরিদ্দার।।
শোন বলিরে ও মন চাষা
- বিস্তারিত
- ক্যাটfগরি: বাউল সঙ্গীত
জমি আবাদ না করে হইল কি দুঃখ দশা
শোন বলিরে ও মন চাষা
নিজেই হলি বুদ্ধিনাশা
জমি আবাদ না করে হইল কি দুঃখ দশা।।
তোমারে না দেখলে আমার ঘরে রয় না মন রে
- বিস্তারিত
- ক্যাটfগরি: বাউল সঙ্গীত
তুই আমার জীবন রে বন্ধু তুই আমার জীবন
তোমারে না দেখলে আমার ঘরে রয় না মন রে
তুই আমার জীবন রে বন্ধু তুই আমার জীবন।।
কি সুন্দর এক গানের পাখি
- বিস্তারিত
- ক্যাটfগরি: বাউল সঙ্গীত
মন নিয়া সে খেলা করে
কি সুন্দর এক গানের পাখি
মন নিয়া সে খেলা করে।।
যদি কাঁদিবার তরে পাঠালে সংসারে
- বিস্তারিত
- ক্যাটfগরি: বাউল সঙ্গীত
মুছায়ে দিও নয়ন বারি
যদি কাঁদিবার তরে পাঠালে সংসারে
মুছায়ে দিও নয়ন বারি।
জন্ম জন্মান্তরে রেখে দিও দূরে
তুমি কিন্তু মোরে দিওনাকো ছাড়ি।আমি মহাপাপী, করিবইতো পাপ,
তুমি যতকিছু করে যেও মাফ।
তুমি যে দয়াল,
আমি যে কাঙ্গাল,
হাল ধরে তুমি জমিও পাড়ি।মনের কোন দুঃখ নেইকো আমার,
তুমি যা করাবে তাই সুবিচার।
তব হাসি মুখ,
তাই মম সুখ,
হাত ধরে তুমি জমিও পাড়ি।কাঁদিয়া কাঁদিয়া, ফিরিব সন্ধানে,
জানি তুমি আছো হৃদয় গোপনে।
দাও না যে ধরা,
ওগো চিত্তচোরা,
একি তোমার লীলা রূপমাধুরী।ছলিতে তুমি বড় ভালবাসো,
ভক্তকে কাঁদিয়ে তুমি নিজে হাসো।
অপূর্ব লীলা,
কহে ভবা পাগলা,
বেদনার মাঝে খেলো লুকোচুরি।
কথাঃ- ভবা পাগলা
কণ্ঠেঃ- উমা রানি দাস
আছে শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া লো
- বিস্তারিত
- ক্যাটfগরি: বাউল সঙ্গীত
ও কীরূপ দেখি নয়ন মুদিয়া লো
আছে শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া লো
ও কীরূপ দেখি নয়ন মুদিয়া লো।।
ফকিরি কি গাছের গোটা
- বিস্তারিত
- ক্যাটfগরি: বাউল সঙ্গীত
ঢেঁকি যদি স্বর্গে যাইত বারা বানত তবে কেটা
ফকিরি কি গাছের গোটা
ঢেঁকি যদি স্বর্গে যাইত
বারা বানত তবে কেটা।।
পাগল পাগল সবাই পাগল
- বিস্তারিত
- ক্যাটfগরি: বাউল সঙ্গীত
তবে কেন পাগল খোটা
পাগল পাগল সবাই পাগল
তবে কেন পাগল খোটা।।
শিখিয়ে দে তুই আমারে কেমন করে তরে ডাকি
- বিস্তারিত
- ক্যাটfগরি: বাউল সঙ্গীত
এক ডাকে ফুরাইয়া দেরে জনম ভরের ডাকাডাকি
শিখাইয়া দে তুই আমারে
কেমন করে তোরে ডাকি।।
শুভ সাধু সঙ্গ লয়ে সঙ্গ পঙ্গ
- বিস্তারিত
- ক্যাটfগরি: বাউল সঙ্গীত
বনবিহঙ্গ প্রসন্ন করিলে
শুভ সাধু সঙ্গ লয়ে সঙ্গ পঙ্গ
বনবিহঙ্গ প্রসন্ন করিলে।
জলে ফুটেছে কমল হলো সরোবর উজ্জ্বল
নবপল্লব তরুলতা ছায়া সুশীতলে।।
পরমে পরম জানিয়া
- বিস্তারিত
- ক্যাটfগরি: বাউল সঙ্গীত
এসেছি হেথায় তোমারি আজ্ঞায়
এসেছি হেথায় তোমারি আজ্ঞায়
আদেশ করিবা মাত্র যাবো চলিয়া
ভুল বুঝে চলে যাও
- বিস্তারিত
- ক্যাটfগরি: বাউল সঙ্গীত
যত খুশি ব্যাথা দাও
(যদি) ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও
সব ব্যথা নীরবে সইবো
বন্ধুরে, তোমার লেখা গানটারে গাইবো।।
জম্মে যে জন পাপ করে না
- বিস্তারিত
- ক্যাটfগরি: বাউল সঙ্গীত
পাপীর আছে তোমার কাছে দয়া পাইতে অধিকার
জম্মে যে জন পাপ করে না
ভাগি নয় সে করুনার
পাপীর আছে তোমার কাছে দয়া পাইতে অধিকার।।
এত ভালো হয় কি মানুষ
- বিস্তারিত
- ক্যাটfগরি: বাউল সঙ্গীত
আমার মন্দ স্বভাব জেনেও তুমি
আমার মন্দ স্বভাব জেনেও তুমি
কেনো চাইলে আমারে
এত ভালো হয় কি মানুষ
নিজের ক্ষতি করে।।
লোহারে বানাইলা কাঞ্চা সোনা
- বিস্তারিত
- ক্যাটfগরি: বাউল সঙ্গীত
আমার মুর্শিদ পরশমনি গো
আমার মুর্শিদ পরশমনি গো
লোহারে বানাইলা কাঞ্চা সোনা।।
ঘুম দিয়া কাটালি মনা চিরকাল
- বিস্তারিত
- ক্যাটfগরি: বাউল সঙ্গীত
ভোগলা বাজীর ধোকায় পড়ে
ভোগলা বাজীর ধোকায় পড়ে
বেসুরে বাজালি তাল
ঘুম দিয়া কাটালি মনা চিরকাল।।
মসজিদ ঘরে আল্লাহ থাকে না
- বিস্তারিত
- ক্যাটfগরি: বাউল সঙ্গীত
কুলবিল মুমিনিন আরশে আল্লাহ
কুলবিল মুমিনিন আরশে আল্লাহ
এইতো আল্লাহর ঠিকানা
ওরে মাওলানা, মসজিদ ঘরে আল্লাহ থাকে না।।
আমি পারিনা আর পারিনা
- বিস্তারিত
- ক্যাটfগরি: বাউল সঙ্গীত
আমি কেনো মরিনা
আমি পারিনা আর পারিনা
আমি কেনো মরিনা
আজরাইল কি চিনেনা
আমারে রে।
প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রনা
- বিস্তারিত
- ক্যাটfগরি: বাউল সঙ্গীত
ভাবের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রনা
ঘুমের ঘোরে স্বপ্নে দেখি
প্রাণবন্ধুর আনাগোনা
প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রনা
ভাবের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রনা।।
ভাব তরঙ্গে
- বিস্তারিত
- ক্যাটfগরি: বাউল সঙ্গীত
মওলার ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে
মওলার ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে
যদি কারো ভাল লাগে রে।।
আমি মন হারাইয়া বৃন্দাবনে
- বিস্তারিত
- ক্যাটfগরি: বাউল সঙ্গীত
আমায় অকূলে ভাসাইয়া গেলিরে
আমায় অকূলে ভাসাইয়া গেলিরে
ওরে আমার শ্যামল বংশিধারী।
বড় বিশ্বাস কইরা জায়গা দিলাম রে
- বিস্তারিত
- ক্যাটfগরি: বাউল সঙ্গীত
ওরে আমার বুকের ও উপরে
বড় বিশ্বাস কইরা জায়গা দিলাম রে
ওরে আমার বুকের ও উপরে
আমি আপন কইয়া, সব দিছি তোমারে
আমার বন্ধুরে।।
ভাবের দেশে চলরে মানুষ
- বিস্তারিত
- ক্যাটfগরি: বাউল সঙ্গীত
দেখবে খোদার মহান ছবি
দেখবে খোদার মহান ছবি
তোমার চর্ম চক্ষের দরজা খুলো
ভাবের দেশে চলরে মানুষ
ধ্যানের দেশে চলো।।
আমি বলব কি শুনবে কে বুঝবে কিরে ধুন্দা
- বিস্তারিত
- ক্যাটfগরি: বাউল সঙ্গীত
এই দুনিয়া মায়ার জালে বান্ধা
আমি বলব কি শুনবে কে বুঝবে কিরে ধুন্দা
এই দুনিয়া মায়ার জালে বান্ধা।।
মন তুই দেখবি বল কারে ?
- বিস্তারিত
- ক্যাটfগরি: বাউল সঙ্গীত
সকল গোল-মাল মিটে যাবে তারে দেখলে
সকল গোল-মাল মিটে যাবে তারে দেখলে
সু-নজরে দেখবি বল কারে মন তুই দেখবি বল কারে।।
আঁধারে ঘিরিলো কোথা যাই বলো
- বিস্তারিত
- ক্যাটfগরি: বাউল সঙ্গীত
কে দেবে আমারে পথ দেখাইয়ারে
আঁধারে ঘিরিলো কোথা যাই বলো
কে দেবে আমারে পথ দেখাইয়ারে
আঁধারে ঘিরিলো।।
কত আশা ছিল
- বিস্তারিত
- ক্যাটfগরি: বাউল সঙ্গীত
আগে না জানিয়া পিছে না ভাবিয়া
আগে না জানিয়া পিছে না ভাবিয়া।।
জীবনও ভরিয়া কাঁদিতে হইলো
পিরিতি জান্নাতি ফল ধরলনা মোর বাগানে
- বিস্তারিত
- ক্যাটfগরি: বাউল সঙ্গীত
আমি কি সুখে জীবন খাটাবো, যাবো বলো কোনখানে
আমি কি সুখে জীবন কাটাবো
যাবো বলো কোনখানে?
পিরিতি জান্নাতের ফল
ধরলো না মোর বাগানে।।
এ বিশ্ব বাগানে সাঁই নিরাঞ্জনে
- বিস্তারিত
- ক্যাটfগরি: বাউল সঙ্গীত
মানুষ দিয়া ফুটাইল ফুল
এ বিশ্ব বাগানে সাঁই নিরাঞ্জনে
মানুষ দিয়া ফুটাইল ফুল।
আমার জনম গেল বিনা সাধনে
- বিস্তারিত
- ক্যাটfগরি: বাউল সঙ্গীত
সারা জীবনের ভুল ওরে আমার পড়েছে মনে
আমার জনম গেল বিনা সাধনে
সারা জীবনের ভুল ওরে আমার পড়েছে মনে
এখন কি করিতে কি করি হায় রে
আমার দিন গেল মনের ভ্রমে।।