প্রয়োজনে ফোন করুন:
+88 01978 334233

ভাষা পরিবর্তনঃ

Cart empty

বৃহত্তর বাংলার সংস্কৃতি এবং ঐতিহ্য

 

প্যারীসুন্দরী - নীল বিদ্রোহের অবিস্মরণীয় চরিত্র
(পড়তে সময় লাগবেঃ-: 5 - 10 minutes)

প্যারীসুন্দরী, নীল বিদ্রোহের অবিস্মরণীয় চরিত্র। স্বদেশ প্রেমের অনির্বান শিখাসম এক নাম। অবিভক্ত বাংলার নদীয়া জেলার (বর্তমান কুষ্টিয়ার) মিরপুর উপজেলার সদরপুরের জমিদার রামানন্দ সিংহের কনিষ্ঠ কন্যা। আজীবন লড়েছেন মাটি ও মানুষের পক্ষে, দেশমাতৃকার স্বার্থে। অত্যাচারী নীলকরের বিরুদ্ধে গ্রামের সাধারণ মানুষ ও লাঠিয়ালদের নিয়ে তাঁর সংগ্রাম কিংবদন্তিতুল্য। প্রতিপক্ষ ছিল নীলকর টমাস আইভান কেনি, সংক্ষেপে টি আই কেনি। ফার্গুসন, শেলি ক্রফোর্ড, স্টিফেনসন, সিম্পসন প্রমুখ অত্যাচারী নীলকরের মধ্যে সর্বাপেক্ষা ভয়ংকর নাম।

নীল বিদ্রোহ ও নীল চাষের সমাপ্তি
(পড়তে সময় লাগবেঃ-: 10 - 20 minutes)

১৮৫৮ সালে নীলবিদ্রোহের অগ্নি দেশময় ছড়িয়ে পড়লেও নীলচাষের বিরুদ্ধে প্রতিবাদ উঠেছিল অনেক আগ থেকেই। ১৮১০ সাল থেকেই নীলচাষের বিরুদ্ধে প্রজা সাধারণ সংগঠিত হতে থাকে।

এদেশে নীলের চাষ
(পড়তে সময় লাগবেঃ-: 14 - 28 minutes)

বৃটিশ শাসনকালে এদেশে নীলের চাষ, নীলের ব্যবসা, নীলচাষের সাথে প্রজাকুলের দুর্ভোগ এবং নীলচাষের বিরুদ্ধে সচেতন মহল এবং কৃষককুলের বিদ্রোহ ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। নীলচাষকে কেন্দ্র করে ইংরেজ সাহেব, কুঠিয়াল এবং এদেশের জমিদার, জোতদার, মহাজনদের প্রজাশোষণ, নিপীড়ন ও অন্যায় অত্যাচারের এক করুন চিত্র পাওয়া যায়। ইংরেজ শাসনকালে ১৭৯৫ থেকে ১৮৯৫ প্রায় একশত বছর এদেশে নীলের চাষ ও ব্যবসা ছিল। বর্তমান যশোর, খুলনা, ঝিনাইদহ, মাগুরা, ‍কুষ্টিয়া, রাজবাড়ি, ফরিদপুর, ঢাকা, পাবনা জেলাসহ পশ্চিমবাংলার বিভিন্ন স্থানে ব্যাপকাকারে নীলের চাষ করা হত। এ অঞ্চলেই নীলচাষের বিরুদ্ধে বিদ্রেহ গড়ে ওঠে যা ‘নীলবিদ্রোহ’ বলে পরিচিত। নীলচাষের বিরুদ্ধে কলম ধরেন সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষিত সমাজ।

অত্যাচারী নীলকর ও বিদ্রোহী জমিদার প্যারী সুন্দরী - মীর মশাররফ হোসেন
(পড়তে সময় লাগবেঃ-: 6 - 12 minutes)

জমিদার প্যারী সুন্দরী ছিলেন করগণ্য নীল বিদ্রোহী জমিদারদের মধ্যে অন্যতম। দুপুরের সূর্যের মতো দীপ্যমান নারী। নীলকরের সর্বগ্রাসী থাবা থেকে প্রজাদের রক্ষা করাই ছিল তাঁর ধ্যানজ্ঞান। তাই নীল আন্দোলনের ইতিহাসে ও মীর মশাররফ হোসেনের সাহিত্যের বদৌলতে শিক্ষিত মহলে তিনি পরিচিতি পান প্রজাপ্রেমের সুবাদে। তৎকালীন নদীয়া জেলার কুষ্টিয়া-সদরপুরের জমিদার ছিলেন প্যারী সুন্দরী।

নীল বিদ্রোহী প্যারীসুন্দরী
(পড়তে সময় লাগবেঃ-: 6 - 11 minutes)

প্যারী সুন্দরী নীল বিদ্রোহের অবিস্মরণীয় চরিত্র। অবিভক্ত বাংলার নদীয়া জেলার মিরপুর উপজেলার সদরপুরের জমিদার রামানন্দ সিংহের কনিষ্ঠ কন্যা। আজীবন লড়েছেন মাটি ও মানুষের পক্ষে, দেশমাতৃকার স্বার্থে। অত্যাচারী নীল করের বিরুদ্ধে গ্রামের সাধারণ মানুষ ও লাঠিয়ালদের নিয়ে তার সংগ্রাম কিংবদন্তিতুল্য।

প্যারী সুন্দরী
(পড়তে সময় লাগবেঃ-: 1 minutes)

বর্তমান মিরপুর উপজেলার সদরপুরের মহিলা জমিদার ছিলেন। তিনি কুষ্টিয়া অঞ্চলের নীল বিদ্রোহের নেত্রী ছিলেন। ১৮৬০ সালে বাংলাদেশে যে নীল বিদ্রোহ দেখা দেয় তা প্রকৃতপক্ষে কুষ্টিয়ায় শুরু হয়।

Close
আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল বন্ধ হয়ে গেছে। বর্তমানে আমাদের শুধু টুইটার রয়েছে।

আমাদের নতুন সদস্য

আমাদের ওয়েব কর্ম

  • Responsive Design

    আমরা প্রতিক্রিয়াশীল ওয়েব ডিজাইন করে থাকি। যা সর্ব নিম্ন ডিভাইজ দেখা যাবে।

  • Fast and Light Weight

    আমরা ফাস্ট এবং হাল্কা ওজনের ওয়েব সাইট করে থাকি

  • Clean and Quality Code

    আমরা পরিস্কার এবং গুনগত কোডিং করে থাকি।

  • User Research

    আমরা ব্যবহারকারীর সুবিধা অনুযায়ী বিভিন্ন সি-এম-এস কাজ করে থাকি। প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী।

  • Wireframes and Design

    আমরা আপনার চাহিদা অনুযায়ী ওয়েব ডিজাইন করে থাকি।

  • Development and Testing

    আমারা ওয়েব সাইট তৈরি এবং বাগ ফিক্সিং করে থাকি।

Our Services

Here’s the best part of our impressive services

 
Web Design

আমরা ওয়েব ডিজাইনের কাজ করি। আপনার প্রতিষ্ঠানের ওয়েব ডিজাইন করতে হলে আমাদের সাথে যোগাযোগ করুন।

Web Devolopment

আমরা ওয়েব সাইট তৈরির কাজ করি। আপনার প্রতিষ্ঠানের ওয়েব সাইট বানাতে হলে আমাদের সাথে যোগাযোগ করুন।

HOSTING AnD DOMAIN

আমরা হোস্টিং এবং ডোমেইন বিক্রয় করি।

Branding

আপনার ব্র্যান্ডই আপনার ব্যাবসা। আমরা আপনার ব্র্যান্ডকে প্রমোট করে থাকি।

আপনার মুল্যবান ওয়েব সাইট করতে আমরা প্রস্তুত

We Help You to Build Your Dream Website

 

  ইমেইল করুন   +৮৮-০১৯৭৮-৩৩৪২৩৩ [সকালঃ ১০টা থেকে বিকালঃ ৫টা]

® সর্ব-সংরক্ষিত কুষ্টিয়াশহর.কম™ 2014-2023

1625792
আজকের ভিজিটরঃ আজকের ভিজিটরঃ 211

প্রতিষ্ঠাতা এবং প্রকাশকঃ- মোঃ সালেক উদ্দিন শেখ

We Bangla

Go to top